বগুড়ায় কাটাকাটির জেরে শিক্ষার্থী খুন

বগুড়া প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৩, ১৪:১৩

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুনায়েদ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশা চালকসহ আরও দুজন আহত হন। 
শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার সুজাবাদ পূর্বপাড়া গ্রামের জব্বারের ছেলে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, শাজাহানপুরের নন্দগ্রামের মো. গাফফারের ছেলে অটোরিকশাচালক জাকিরুল ইসলাম (৩০) ও সুজাবাদের আব্দুল হান্নানের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মিল্লাত হাসান (১৪)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাজাহানপুরের হেলেঞ্চা পাড়া থেকে অটোরিকশায় করে জুনায়েদ ও মিল্লাত বনানীর দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ বেজোড়ায় চারটি মোটরসাইকেল একসঙ্গে বনানী দিক থেকে হেলেঞ্চা পাড়ার দিকে যাচ্ছিলো৷ এই সময় তাদের একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা আরোহীরা এজন্য অটোরিকশা চালককে গালিগালাজ করে ছেড়ে দেয়। কিছু দূর গিয়ে অটোচালক জামিরুল মোটরসাইকেল আরোহীদের পাল্টা গালিগালাজ করলে তারা ফিরে এসে পথরোধ করে। এরপরেই অটোরিকশার চালকসহ দুই যাত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বেজোড়া এলাকায় কথা কাটাকাটির জেরে হত্যাকাণ্ড হয়েছে। চারটি মোটরসাইকেলে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।