রাজধানীতে যুবদলকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
  ২২ অক্টোবর ২০২৩, ১৪:২৪

রাজধানীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবদলকর্মী ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে বিএনপি। যুবলীগ ও সেচ্ছাসেবক লীগে নেতাকর্মীরা তাকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, ‘ফারুক যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দলের জন্য নিবেদিত ছিলেন। বিএনপির প্রতিটি কর্মসূচিতে উপস্থিত থাকতেন। শনিবার রাত ৯টায় রাজধানীর মিরপুর-১ নম্বরের বাসা থেকে ফারুককে ডেকে পিটিয়ে হত্যা করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার এসএম জসিম উদ্দিন সমকালকে বলেন, ‘এই বিষয়ে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।’