টাঙ্গাইলের মধুপুরে দুই নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল সংবাদদাতা
  ২৪ অক্টোবর ২০২৩, ১৯:৩৩

টাঙ্গাইলের মধুপুরে দুই নারীর লাশ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ঝুমা রানী গুহ (৪০) উপজেলার টেংরি গ্রামের নিতাই চন্দ্র গুহের মেয়ে এবং কার্নিজ ফাতেমা রূপা (২১) উপজেলার দড়ি হাসিল গ্রামের শাহ আলমের মেয়ে। 
উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে দড়ি হাসিল গ্রামের কলা বাগান থেকে মঙ্গলবার কার্নিজ ফাতেমা রুপার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, কার্নিজ ফাতেমা মানসিক ভারসাম্যহীন ছিল। এদিক সেদিক ঘুরে বেড়াত। মানসিক রোগের জন্য তাকে চিকিৎসাও করা হচ্ছে। মঙ্গলবার সকালে বাড়ির কাছে কলা বাগানে শ্রমিরা কাজ করতে গিয়ে তার মরদেহ দেখে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
এদিকে সোমবার রাতে মধুপুর পৌর শহরের টেংরি দেবের ভিটা এলাকা থেকে ঝুমা রানীর লাশ গলায় রশিসহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, নিহত ঝুমা রানী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির কাছে পূজার অনুষ্ঠানে ছিল। পরিবারের লোকজন সবাই প‚জায় ব্যস্ত ছিল।  এক ফাঁকে পরিবারের লোকজন পূজা থেকে বাড়িতে এসে  ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।