সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের দখল ছেড়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের একাংশ কার্যালয়টি দখল করে নেয়। সবশেষ নানা সমালোচনার মুখে সংবাদ সম্মেলন করে কার্যালয়ের দখল ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টি পূর্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠা করবো। বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তানভীর হুদা নির্দেশ দিয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেওয়ার। প্রয়োজনে এই বাজারে অন্য কোনো বিতর্কহীন স্থানে আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয় বন্ধ করলাম।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার রিংকু, যুবদল নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, শ্রমিক দল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, তানজিল প্রধান প্রমুখ।