কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ডেস্ক রিপোর্ট
  ২৩ এপ্রিল ২০২৫, ১৮:২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছি।
মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি রিসোর্টে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অঞ্চলটির সংঘাতপ্রবণ ইতিহাসে এক নতুন মোড়ের আভাস দিয়েছে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বর্তমানে প্রধান উপদেষ্টা আর্থনা সামিটে অংশ নিতে কাতার সফর করছেন।