জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই উল্লেখ করে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিশ্বনবী (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন তেমনই একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরের কাফরুলে কেন্দ্রঘোষিত গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জামায়াত ঢাকা মহানগর উত্তর এ গণসংযোগ আয়োজন করে।
জামায়াত আমীর বলেন, মহান আল্লাহ রাব্বুল আ’লামীনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামত কেড়েও নেন। তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। আমরা তা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি।
তিনি বলেন, ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেলজুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। বিগত সরকার মনে করেছিল, তাদের অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত, আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে।
শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের সাজানো-গোছানো তখতে তাউস বালির বাঁধের মত তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।