বিএনপি নেতা খোকনকে মধ্যরাতে আটক

নিজস্ব সংবাদদাতা
  ২৬ অক্টোবর ২০২৩, ১১:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গভীর রাতে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: আ.লীগ-বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস
তিনি বলেন, খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত গভীর রাতে (রাত ২টার দিকে) ঢাকার সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে আটক করা হয়েছে।