খাওয়ানো হচ্ছে খিচুড়ি

নয়াপল্টনে রিকশায় বিএনপি কর্মীদের মিছিল

নিজস্ব সংবাদদাতা
  ২৮ অক্টোবর ২০২৩, ০১:০৭

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতির খবর পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এসময় তাদের একাংশ শ’ খানেক রিকশা নিয়ে কার্যালয়ের সামনে সড়ক দিয়ে আনন্দ মিছিল করে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিএমপি’র পক্ষ হতে ২০টি শর্ত দিয়ে শনিবার আওয়ামী লীগেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। এরপরই নয়াপল্টন এলাকায় বিএনপির কর্মীরা এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, মিছিলে রিকশা চালকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অধিকাংশ রিকশাচালকই এর জন্য কোনও ভাড়া নেননি।
কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের রাতের খাবারের জন্য ছোট কার্গো ভ্যানে বড় পাতিলে করে খিচুড়ি নিয়ে আসা হয়েছে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে এই খাবার এসেছে বলে উপস্থিত নেতারা জানিয়েছেন। এসময় বিএনপি নেত্রী নিপুণ রায়কেও খাবার বিলি করতে দেখা যায়।
খাবারের বিষয়ে কেরানীগঞ্জ থানার যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মো শরীফ বলেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীর পক্ষ হতে আড়াই থেকে ৩ হাজার মানুষের জন্য এই খাবার নিয়ে এসেছি।
এদিকে খাবার পেয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের কর্মীরা। তারা বলেন, ‘আমরা খেয়ে-না খেয়ে এখানেই থাকবো; তবুও এই এলাকা ছাড়বো না।'