আওয়ামলীগের শান্তি সমাবেশ

আপ্যায়নে ৩ গরু ও ৪০ হাজার মুরগি বরাদ্দ জাহাঙ্গীর আলমের

গাজীপুর সংবাদদাতা
  ২৮ অক্টোবর ২০২৩, ০১:০৯

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাবেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভাড়া করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক যানবাহন। সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের দুপুরের খাবারের জন্য নগরীর ছয়দানায় মেয়র ভবন প্রাঙ্গণে রান্না করা হচ্ছে খিচুড়ি।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে জাহাঙ্গীর আলমের বাসভবন প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, রান্নার জন্য শত শত পাতিল আনা হয়েছে। শত শত বস্তা চাল, ডাল, তেল, ডিম, খাবার পানি রাখা হয়েছে। স্বেচ্ছাসেবীরা এগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রান্নার প্রস্তুতি নিচ্ছেন বাবুর্চিরা।


নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজন সংশ্লিষ্ট একজন  জানান, সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের আপ্যায়নে তিনটি গরু জবাই করা হয়েছে। এখন সেগুলোর মাংস প্রস্তুত করা হচ্ছে। সঙ্গে থাকছে আরও ৪০ হাজার মুরগি। 
বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর আলমকে রান্নাস্থলে এসে বিভিন্ন দিকনির্দেশনা দিতে দেখা যায়। এসময় জাহাঙ্গীর আলম বলেন, ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করতে গাজীপুর থেকে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যাবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একইদিন নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।