ব্রাসেলস সফর শেষে দেশে ফিরে নববিবাহিত নিজের গৃহকর্মী নিদ্রা ও তার বর এন্ড্রুকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (অক্টোবর ২৭) গণভবনে তাদের বরণ করে নেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা গত ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছে নেত্রকোনার ছেলে এন্ড্রুকে।