ডেমরায় বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনে ঘুমন্ত হেলপারের মৃত্যু

রাজধানীতে হরতালে আরো ৪ বাসে আগুন
নিজস্ব সংবাদদাতা
  ২৯ অক্টোবর ২০২৩, ১২:২৬

রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে বাসে ঘুমিয়ে থাকা এক শ্রমিক নাম মো. নাঈম (২২) দগ্ধ হয়ে মারা গেছেন।
সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, নিহত বাস হেলপারের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন রবিউল (২৫) নামে আরও একজন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মৃত নাঈম বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার হাজীনগরের থাকতেন।
পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। সে সময়ে বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।’
রাজধানীতে সকাল থেকে অন্তত ৪ বাসে আগুন
বিএনপির ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের দিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অন্তত ৪টি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এরমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি, মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে ‘স্বাধীন’ পরিবহনের একটি, মোহাম্মদপুর টাউন হলের সামনে ‘পরিস্থান’ পরিবহনের একটি ও বংশালে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয় ভোর সাড়ে ৫টার দিকে। স্থানীয়রা জানান, এদিন ভোরে দাঁড়িয়ে থাকা বাসটির কাছে তিন জন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। বর্তমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় এখন জানতে পারিনি।
অন্যদিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক জানান, কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিকে থামিয়ে সব যাত্রীদের নেমে যেতে বলে। এরপর তারা বাসটিতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ঘটনাস্থলে অবস্থান করছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, সকাল থেকে তিনটি আগুনে কাজ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সকাল ৯টার সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আর সকাল ১০টার দিকে পরিস্থান পরিবহনের বাসটিতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।