ঢাকার পাশেই ভ্রমণের স্বাদ

আমিনুল হক
  ০২ আগস্ট ২০২২, ২১:২৫

ঈদে সময়ের অভাবে যারা দূরে যেতে পারছেন না তারা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার কাছেই বিভিন্ন রিসোর্টে দিনব্যাপী সময় কাটাতে পারেন। চাইলে রাত্রিযাপন করে কাছে থেকেই দূরের ভ্রমণের স্বাদ নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্য মূলত আপনাকে রিসোর্টের ভেতরেই সময় কাটাতে হবে। বিভিন্ন মানের রিসোর্ট তাদের পরিসেবা নিয়ে আপনার জন্য এক বা দুইদিন থেকে নানা আয়োজন নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। 
ঈদের ছুটি কাটাতে পারেন ৬৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ভাওয়াল রিসোর্টে। এটি গাজীপুর জেলার মির্জাপুরের নলজানি গ্রামে অবস্থিত। ৫টি জোনে ভাগ করা এই রিসোর্টে ৬১টি ফ্যামিলি রুম রয়েছে। ভাওয়াল রিসোর্টে স্পা ছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা, সুইমিং পুল, কনফারেন্স রুম থেকে শুরু করে খাবার দাবারের বৈচিত্র্যপূর্ণ আয়োজন রয়েছে। এখানে ১১ হাজার থেকে ১৪ হাজারেরও উপরে বিভিন্ন মানের রুম আছে। 
গাজীপুর জেলার জয়দেবপুরের সুকুন্দি গ্রামে ৫০ একর জায়গাজুড়ে গড়ে তোলা ছুটি রিসোর্ট জনপ্রিয়। ছনের তৈরি ঘর, মাছ ধরার ব্যবস্থা, ভেষজ উদ্ভিদ বাগান, ফুল ও ফলের বাগান, সবজি বাগান- সব মিলিয়ে একটা গ্রামীণ আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। তাই নগরীর কোলাহলমুক্ত এই স্থানে অবকাশের সময় বেশ ভালোই কাটবে। এখানে দুটি পিকনিক স্পট ছাড়াও রেস্টুরেন্ট, খেলার মাঠ ও কিডস জোন রয়েছে। এখানে ৬ হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত ভাড়ায় বিভিন্ন মানের রুম রয়েছে। ফোন: ০১৭৭৭১১৪৪৮৮, ০১৭৭৭১১৪৪৯৯, ০১৯৫১৫৩৭৭৭৭
গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত বেশ বিলাসবহুল একটি রিসোর্ট। এখানে আধুনিক স্থাপত্যশৈলী ভবন ছাড়াও বিভিন্ন ধরনের কটেজে থাকার ব্যবস্থা রয়েছে। মাঠ ও বিশাল লেক, দৃষ্টিনন্দন বাগান, আধুনিক রেস্টুরেন্ট সব মিলিয়ে সারাহ রিসোর্ট অনেকের কাছে বেশ জনপ্রিয় রিসোর্টে পরিণত হয়েছে। সারাহ রিসোর্টে ৮,৫০০ টাকার মাটির ঘর থেকে ৬৬ হাজার টাকার লেকসাইড ভিলা রয়েছে। ফোন: ০১৯৮০০০৩০০০
প্রায় ৮০ বিঘা জমির উপর রাজেন্দ্রপুরের আরেকটি জনপ্রিয় রিসোর্ট রাজেন্দ্র ইকো রিসোর্ট। শালবনের বেশ ভেতরে অবস্থিত বলে এটি বেশ নিরিবিলি। আপনি চমৎকার অবকাশ যাপন করতে পারেন। ৭ হাজার টাকা থেকে ৮,৫০০ টাকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কটেজের ভাড়া। ফোন: ০১৭১১-৮৭৪০১৮
গাজীপুরের চন্দ্রায় গড়ে তোলা বেশ সুন্দর একটি রিসোর্ট। বেশ খোলামেলা পরিবেশ, মাঠ, সুইমিং পুলসহ খাবারের নানা আয়োজন রয়েছে এই রিসোর্টে। এখানে ডে লং প্যাকেজ ছাড়াও রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। রুম বা কটেজ ভাড়ার হার ৬,৫০০ থেকে ১৪ হাজার টাকার মধ্যে। ফোন: ০১৮১১ ৪১৪০৭৪, ০১৮১১ ৪১৪০৮০
গাজীপুরে আরো কয়েকটি রিসোর্টের মধ্যে নক্ষত্রবাড়ি রিসোর্ট, জলেশ্বরী রিসোর্ট, পূবাইল রিসোর্ট ক্লাব, রিভোরী হলিডে রিসোর্ট, গ্রীণটেক রিসোর্ট উল্লেখযোগ্য। গাজীপুরের বাইরে ঢাকার কাছাকাছি আরো কয়েকটি রিসোর্ট:  
ঢাকার সন্নিকটে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা বাহেরকুচি গ্রামে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল এই রিসোর্ট। মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে খানিক এগুলো নিমতলী। নিমতলী থেকে চলে গেছে সিরাজদিখানের রাস্তা। খুবই দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে এই রিসোর্টের অভ্যন্তরভাগ। রয়েছে দেশী বিদেশী খাবারের বৈচিত্রপূর্ণ আয়োজন।  রুমভাড়া কাপল বেড ৭ হাজার থেকে ২১ হাজার পর্যন্ত ফ্যামিলি রুম রয়েছে। ফোন: ০১৭০৮-৫৯০৩০০ 


এটিও মুন্সীগঞ্জের ইছাপুরায় অবস্থিত। এখানে তুলনামূলকভাবে ভাড়ার হার কম। এই রিসোর্টে ৩,৫০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যে বিভিন্ন রুম রয়েছে। ফোন: ০১৯৩১৪১০০৭ 
একেবারে পদ্মাসেতুর নিকটে মাওয়া রিসোর্ট একদিনের ভ্রমণ অথবা রাত্রিযাপনের জন্য আদর্শ স্থান। রুম ভাড়াও তুলনামূলকভাবে কম। এখানে খোলা মাঠ ছাড়াও রয়েছে নবনির্মিত একটি চমৎকার সুইমিংপুল। ৪ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। দিনের হিসাবে রুমের ভাড়া আরো কম। ফোন: ০১৭১১০৫৭৯৪৭, ০১৭৫৫৫৯২৫৮৫
অবস্থান কাশনগর, দীঘিরপাড় সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ভাড়া ৭ হাজার থেকে ১২ হাজারের মধ্যে। ফোন: ০১৭০৯৩৭১৬৮০, ০১৭০৯৩৭১৬৮১
এটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া হাইওয়েতে অবস্থিত। ভাড়া ৪ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে। ফোন: ০১৭০৫-০৭৭১১১
ঢাকার একেবারে কাছে সাভারে রয়েছে কয়েকটি দৃষ্টিনন্দন রিসোর্ট। রিসোর্টগুলো হচ্ছে পালমিরা রিসোর্ট (০১৯০৩৯০৩৯০৩), রিসোর্ট আটলান্সি (০১৯৫৮-১৪৬১৬৩) ইত্যাদি।