চলছে বিএনপির ডাকা অবরোধ। চতুর্থ দফার এই অবরোধের শেষ দিন বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে।
র্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। র্যাব বলছে, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
র্যাব-১-এর পুলিশ সুপার জাহিদুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আবদুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। তখন বাসে চালক ছিলেন আর চালকের সহকারী বাইরে যাত্রীদের ডাকাডাকি করছিলেন। এ সময় ওই দুজন বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে থাকা র্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের একজনকে আটক করেন।
গতকাল রোববার অবরোধের প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর সূত্রাপুরে গতকাল বাসে আগুন দেওয়া হয় ভোরে। দুপুরে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে তেজগাঁও এলাকায়।
পেট্রল বোমাসহ বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
অপরদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেট্রোল বোমাসহ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে আড়াইহাজারের লেঙ্গরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন- অপু মিয়া ওরফে আকাশ (১৯) ও ফয়সাল আহমেদ মেহেদী (২৬)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোমবার ভোর ৭টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লেঙ্গরদীতে নাশকতা করার চেষ্টা করেছিল। এসময় পেট্রোল বোমাসহ তাদের তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।