বিএনপি জামায়াতের পঞ্চম ধাপের অবরোধ

ঢাকায় বাড়ছে গণপরিবহন, কোথাও কোথাও যানজট

নিজস্ব সংবাদদাতা
  ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৯

বিএনপি জামায়াতের পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনে রাজধানীর মিরপুর ফার্মগেট, আগারগাঁওয়ে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। মিরপুর-১০ গোল চত্বর, বিজয় সরণি ও কারওয়ান বাজারে রীতিমতো যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দল। পঞ্চম ধাপে বুধ ও বৃহস্পতিবার দুইদিনের অবরোধ চলছে।  

এবারের অবরোধে অন্যদিনের মতোই রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তবে গণপরিবহন চললেও সংখ্যায় কম। তাই মোড়ে মোড়ে অফিসমুখী মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। অন্য দিনের তুলনায় বিআরটিসির গাড়ির উপস্থিতিও কম দেখা যাচ্ছে।
অবরোধের মধ্যে খানিকটা হলেও বিজয় সরণির মোড়ের পুরোনো চিত্রের ছোঁয়া মিলেছে। সেখানে গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়েছে। চন্দ্রিমা উদ্যানের মোড় থেকে বিজয় সরণি মোড়, বিজয় সরণি থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির জট সৃষ্টি হয়েছে।  
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে বিজয়নগর মোড় পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তেজগাঁও ফ্লাইওভারের উপরেও গাড়ির লম্বা লাইন দেখা গেছে। যানবাহন সামাল দিতে ট্র্যাফিক পুলিশ হিমশিম খাচ্ছেন।


কারওয়ান বাজার থেকে ফার্মগেটমুখী গাড়ির  লম্বা লাইন দেখা গেছে।  বাংলামোটরে বাড়তে যানবাহন  চোখে  পড়েনি।
এদিকে মিরপুরের বেগম রোকেয়া সরণি আইডিবির সামনে মোড়ে যানজট দেখা গেলেও অন্যদিনের চেয়ে কম। গাড়ি সামাল দিতে ট্র্যাফিক পুলিশকে ব্যস্ত থাকতে দেখা গেছে মিরপুরের ১০ নম্বর গোল চক্করে।
মিরপুর রোডের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আসাদ গেটে পর্যন্ত গাড়ির লম্বা লাইন দেখা গেছে।
তবে অন্য দফার অবরোধগুলোর মতোই আজও গাবতলী থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে না। দুয়েকজন যাত্রীর দেখা মিললেও গাড়ি ছাড়ার মত যাত্রীর দেখা পাওয়া যায়নি। গাড়ির কাউন্টার অধিকাংশ বন্ধ। শ্যামলী কাউন্টারে বসে থাকা স্বপন নামের একজন জানালেন, আজকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। আজকেও গাড়ি ছাড়ার সম্ভাবনা নেই বলেই জানান তিনি।