নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করে জামায়াত নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করলে ১৬ জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। নব নির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
আটকরা হলেন- এ কে এমন নুরুল্লাহ (৬৮), মাইনুদ্দিন (২৩), আব্দুস সাত্তার (৬৩), শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজ উদ্দিন(৪১), মোহাম্মদ মমিন (৩৭), আনোয়ার হোসেন(৪২), বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম(৩৪), মো. জামান (৩৮), মো. হাসান (৩৪), মো. হাবিবুর রহমান (৫০), মো. সোহেল রানা (৩১), মো. মোতাসিম মামুন (৪৩), মো. মামুন (৩২) ও মো. রুবেল রানা (২৭)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মেট ১৬ জন জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়।