তফসিল বাতিলের দাবিতে বিএনপির সারাদেশে মিছিল

নিজস্ব সংবাদদাতা
  ১৬ নভেম্বর ২০২৩, ১৩:২০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন।সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিসহ ৫ম দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয় নেতাকর্মীরা। 
যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত অবরোধের পাশাপাশি এক তরফা তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে গণতন্ত্র মঞ্চ। এ ছাড়া অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে মিছিল করেছে জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ, লেবার পার্টি, এবি পার্টি সমমনা রাজনৈতিক জোট ও দল। 
তফসিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে সকালে অবরোধের সমর্থনে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেট থেকে মৎস্য ভবন অভিমুখে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদল। এতে অংশ নেন- ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, কেন্দ্রীয় নেতা সাঈদ আহমেদ , অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবিএম ইজাজুল কবির রুয়েল, মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, আলফি লাম, মনোয়ার হোসেন প্রান্ত,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের শাহাদাত হোসেন মানিক, সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ সেলিম রেজা, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিয়াজ, আকরাম হোসেন টোটন, আনিছুর রহমান, মিমনুর রহমান, জহিরুল ইসলাম, তিতুমীর কলেজের লিমন আহম্মেদ, খোকা আহমেদ, আরিফ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম,ঢাকা মহানগর দক্ষিণের এম এইচ রাসেল বিল্লাহ, রাসেল, জাহিদ হোসেন ফাহিম,ঢাকা মহানগর পূর্বের আবু সুফিয়ান,মাহমুদ বিন কবির,রাসেল সরকার,জাহিদুল ইসলাম,ঢাকা মহানগর উত্তরের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ। সায়েদাবাদ জনপদ মোর থেকে ধলপুর কমিউনিটি সেন্টার অভিমুখে সংগঠনের সহ সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদল। এতে অংশ নেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়জিদ হোসাইন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, সদস্য আনিছুর রহমান খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন,রাইসুল ইসলাম, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মামুন সাগর, নাইম সিকদার, আর কে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন,যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের নাজমুল হাসান পাপন, ঢাকা কলেজ ছাত্রদলের জহিরুল ইসলাম শুভ, সরকারি পলিটিকনিক কলেজ ছাত্রদলের সাব্বির, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের রাহাত, মারজান, ফয়সাল, হৃদয়, মাইদুল, আল আমিন প্রমুখ। 
ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে রাজধানীর কাফরুলে মিছিল করেছে জামায়াতের ইসলামী। এতে অংশ নেন- ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শূরা সদস্য আব্দুল মতিন খান, আবু তৈয়ব, আহসান হাবীব, আতিক হাসান ও মুসআব মুহাইমিন, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী ও নূরুল আমীন প্রমূখ।
মিরপুর ১২-এ ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো. হাসানুল বান্না চপল, জামায়াত নেতা আবুল হোসাইন, ছাত্রনেতা ইফনুছ প্রমুখ। 


মগবাজার এলাকায় ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এইচ আর আমিনের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন- জামায়াত নেতা কলিম উল্লাহ, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন প্রমূখ।
উত্তরায় ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য এস কে রতন ও সলিমের নেতৃত্বে মিছিল হয়েছে। মিরপুর-২ এর অবরোধের সমর্থনে প্রশিকা মোড়ে এলাকায় মিছিল হয়েছে। এতে অংশ নেন- শাহ আলি থানা আমীর নকিব ফেরদৌস, মিরপুর উত্তর থানা সেক্রেটারি রফিক রিমন, শাহআলি থানা সেক্রেটারি গোলাম মো. হাফিজ প্রমুখ।  
৫ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিনে রাজধানীর শনির আখড়া, মতিঝিল, খিলগাঁও বনশ্রী, গেন্ডারিয়া ও জুরাইন রেলগেইট এলাকায় অবস্থান ও বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইনের নেতৃত্বে শনির আখড়ায় অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেন মহানগরী মজলিসে শূরা সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, অ্যাডভোকেট একে আজাদ, জামায়াত নেতা মাহফুজুর রহমান ও ছাত্রনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
মতিঝিল এলাকায় বের করা মিছিলের নেতৃত্ব দেন মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নান। এতে অংশ নেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, গিয়াস উদ্দিন, এস এম শামসুল বারী, মুতাসিম বিল্লাহ ও নুর উদ্দিন প্রমুখ। 
রাজধানীর খিলগাঁও এলাকায় রামপুরা-বনশ্রী সড়ক অবরোধ সমর্থনে বের করা মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম। এতে অংশ নেন মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মো. শাহজাহান, মোহাম্মদ আলী, সাজেদুর রহমান শিবলী, আবু মুয়াজ, খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি এডভোকেট এস এম খোকন, মধ্য থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদার প্রমুখ। গেন্ডারিয়া রেল স্টেশনে অবরোধ সমর্থনে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান। শ্যামপুর জুরাইন রেলগেট অবরোধের সমর্থনে বের করা মিছিলের নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন। এতে অংশ নেন মহানগর মজলিস এ শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, হেলাল উদ্দিন ও ডা, রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।
এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে রাতে রাজধানীতে মিছিল হয়। এতে অংশ নেন- দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, সিরাজুল ইসলাম, মহানগরী মজলিশে শুরার সদস্য শাহীন আহমেদ খান, ছাত্র শিবিরের মহানগরী পূর্বের সভাপতি আহেদুল ইসলাম আকিক প্রমুখ। 
এ ছাড়া তফসিল ঘোষণার প্রতিবাদে রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর আশপাশে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নারায়নগঞ্জ জেলা ও মহানগর, মুন্সীগঞ্জ মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা মহানগর ও উপজেলায় তফসিল ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিল বের করে। সমমনা রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ রাজধানীতে মিছিল করেছে।
তফসিল প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্বিবিদ্যালয়ে মিছিল করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। তফসিল প্রত্যাখ্যান করে রাজধানীতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদল। ফকিরাপুল এলাকায় মিছিল করেছে যুবদল। মিছিলের প্রস্তুতিকালে মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিবকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আটক করা হয় বলে জানায় ছাত্রদল।