পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা আমাদের বন্ধু দেশ। তারা আমাদের সঙ্গে আরও গভীর সম্পর্ক করতে চায় বলেই নানা সময়ে বিভিন্ন পরামর্শ দেয়।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি মেলা উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সংলাপের বিপক্ষে নয়। তবে কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।'
যুক্তরাষ্ট্র বন্ধু দেশ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা আমাদের সঙ্গে আরও গভীর সম্পর্ক করতে চায়, তাই নানা সময় পরামর্শ দেয়। বিবেচনা করে গ্রহণযোগ্য হলে তা মানা হবে। প্রবাসী সাংবাদিকেরাই জোর করে যুক্তরাষ্ট্রকে বাংদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে।'
এদিকে, আমেরিকা বৃহস্পতিবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।
এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আমরা বাংলাদেশে নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি প্রাধান্য দিই না। আমরা সকল পক্ষকে সংযম অবলম্বন করতে, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।'