ফেনীতে বন্যা, নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট
  ২৪ জুলাই ২০২৫, ২০:১৯

চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরি, হালদা, সাঙ্গু, মাতামুহুরি নদী, রহমতখালি খাল ও নোয়াখালীর খাল ও নদীসমূহের পানি সমতল বাড়ছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।
এই সময়ে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এই সময়ে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি নদী, রহমতখালি খাল ও নোয়াখালীর খাল ও নদীসমূহের পানি সমতল বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি সমতল সম্পর্কিত বিশেষ বার্তায় এসব তথ্য জানিয়েছে।
বিশেষ বার্তায় আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে দেশের উজানে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ওই লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিনদিন (২৪ থেকে ২৭ জুলাই) দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ, আসাম ও মেঘালয়) ভারী থেকে অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হতে পারে।
এদিকে সিলেট বিভাগের মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী তিনদিন নদীসমূহের পানি সমতল বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় খোয়াই নদীর পানি সমতল বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।