আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

৩০০ আসনে নৌকার মাঝি হতে চান ৩৩৬২ জন

আওয়ামী লীগের এমপি হতে চান যেসব তারকা
নিজস্ব প্রতিবেদক
  ২১ নভেম্বর ২০২৩, ২২:১৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন।
গড়ে প্রতি আসনে ১১ জন এ ফরম কিনলেন।  
গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। এতে পাওয়া গেছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা।
বিপ্লব বড়ুয়া আরও জানান, ঢাকার ৭৩০ জন, চট্রগ্রামের ৬৫৯ জন, রাজশাহীর ৪০৯ জন, খুলনার ৪১৬ জন, রংপুরের ৩০২ জন, ময়মনসিংহের ২৯৫ জন, সিলেটের ১৭২ জন, বরিশালের ২৫৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অনলাইন আবেদন করেছেন ১২১ জন। ৷ 
শনিবার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাসহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছিল উৎসবের আমেজ
মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে গত চারদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ছিল লোকজনের ভিড়। ।
নেচে-গেয়ে, মিছিল করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অনেক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের নেতাকর্মী-সমর্থকরা।  
সমর্থিত প্রার্থীর ছবি, আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার ছবি, নৌকার প্রতিকৃতি নিয়ে আসেন অনেকে। ব্যান্ড পার্টি, ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র বাজিয়ে নির্বাচনী উৎসব করেন তারা।

আওয়ামী লীগের এমপি হতে চান যেসব তারকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। এই হাওয়া লেগেছে শোবিজ অঙ্গনেও। শোবিজের বেশ ক’জন তারকা শিল্পী এখন রাজনীতির মাঠে সক্রিয়। গেল কয়েক বছর ধরে সেই তালিকাটা আরও লম্বা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করছেন তারা। এদের মধ্যে প্রায় এক ডজন শিল্পী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী।
মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। চার দিনব্যাপী ফরম বিক্রির কার্যক্রমে ইতিমধ্যেই দলটির হয়ে ফরম কিনেছেন সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, স্বনামধন্য অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, মমতাজ বেগম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক রুবেল ও সিদ্দিকুর রহমান। আর দলটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহের দৌড়ে এখনো এগিয়ে আছে বেশ ক’জন তারকা শিল্পীর নাম।
জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। বিক্রির প্রথম দিনই তারা ফরম সংগ্রহ করেন। এর মধ্যে শমী কায়সারের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তার প্রতিনিধিরা। আর মনোনয়নপত্র সংগ্রহ করে একই দিনে জমা দিয়েছেন রোকেয়া প্রাচী।
রোকেয়া প্রাচীর কথায়, ‘প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব। আর যদি সে সুযোগ নাও পাই, তারপরও কাজ করব। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।’
মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে ফরম কিনেছেন ও জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাংবাদিকদের তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’
বাগেরহাট-৩ আসনে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান। তার কথায়, ‘রামপাল-মোংলার মাটি ও মানুষকে আমি ভালোবাসি। এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করব। এলাকায় অনেক কাজের সুযোগ রয়েছে। মোংলার এপার-ওপারকে সংযোগ করার জন্য একটি সেতু খুবই প্রয়োজন। এই সেতু করাসহ মানুষের কল্যাণে সবকিছু করার চেষ্টা করব। মোংলা-রামপালের মানুষ আমার পাশে আছে। আশা করি, প্রধানমন্ত্রী আমাকে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেবেন।’
চিত্রনায়ক রুবেল বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় রুবেল বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। আর যেহেতু আমি বাবুগঞ্জের ছেলে, তাই সেই আসনে নির্বাচন করে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই।’
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। এ সময় সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ, আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’
এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকেই।