নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
  ২৬ জুলাই ২০২৫, ২৩:৪৭

গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার সম্ভব হবে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি অস্ত্রগুলো উদ্ধার করার। এখনো সব উদ্ধার হয়নি। তবে নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সত্য সংবাদ প্রচার করলে কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না। সত্য গোপন করার কিছু নেই। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সব সময় সমস্যা তৈরির চেষ্টা করে—তাদের মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।’
একটি হত্যা মামলার উদাহরণ টেনে তিনি বলেন, যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনের নাম দেওয়া হয়েছে। ফলে তদন্তে সময় বেশি লাগছে। তিনি বলেন, ‘নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, সেটি নিশ্চিত করতে হবে। অনেক সময় ব্যক্তি স্বার্থে নিরীহদের আসামি করা হয়। প্রকৃত আসামিদের নাম দিলে মামলার তদন্ত এত দীর্ঘ হতো না।’
রাজনৈতিক বিভেদ নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া। তাই তাদের প্রতি অনুরোধ, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।