সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত ও সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে এবার রাজপথে মানববন্ধন করবে দলটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জহির উদ্দিন স্বপনসহ কেন্দ্রীয় কমিটির ১৫০ জনের বেশি নেতা কারাগারে আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সরকারবিরোধী আন্দোলনের ফলে বিএনপির যেসব সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, সেসব নেতাদের পরিবারের স্বজনরা মানববন্ধনে উপস্থিত থাকবেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের স্বজনসহ স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আসলাম চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামীমুর রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহ-সমবায় বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের ভূঞা জুয়েল, সহ-ত্রাণ বিষয় সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটি সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, তাঁতিদল সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব, ফখরুল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসানের পরিবারের স্বজন।