জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এই শিল্পী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনএমের হয়ে অংশ নেবেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে ‘বিএনএম’-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ডলি সায়ন্তনী।
এ প্রসঙ্গে ডলি সায়ন্তী বলেন, ‘এ দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’
মনোনয়নপত্র তুললেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
নকুল কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমার প্রিয় মায়ের আঁচল ও বাবার গামছা। তাই গামছা নিয়েই নির্বাচনের মাঠে এসেছি। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর গান করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলছি। আওয়ামী লীগের বাইরে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র দল, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে। তাই গামছা মার্কা নিয়ে জনগণের জন্য কাজ করতেই নির্বাচনে দাঁড়াব। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও আশাবাদী তিনি। মনোনয়নপত্র সংগ্রহের সময় নকুল কুমার বিশ্বাসের সঙ্গে শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণের পর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।