প্রবাসী পল্লী গ্রুপ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চুক্তি স্বাক্ষর 

নিজস্ব সংবাদদাতা
  ২৯ নভেম্বর ২০২৩, ১২:০০

প্রবাসী পল্লী গ্রুপ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর মধ্যে বিশেষায়িত আবাসিক প্রকল্প বাস্তবায়ন এর লক্ষ্যে চুক্তি সম্পন্ন।
গত ২৬ নভেম্বর ২০২৩ পূর্বাচল প্রবাসী পল্লীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়।


উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সম্মানিত সদস্য প্রফেসর এমডি. আবু তাহের, পি.এইচ.ডি, প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে  ফেডারেশন এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব প্রফেসর ড. মো. নিজামুল হক ভুইয়া।

পূর্বাচল প্রবাসী পল্লী এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ মুহিদুর রহমান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর অন্যান্য সদস্যগণ এবং প্রবাসী পল্লী গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেন।