‘আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে'

নিজস্ব প্রতিবেদক
  ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬

১৪ দলের আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঘিরে জাগরণ সৃষ্টি হয়েছে, ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই তাদের প্রতিজ্ঞা। 
এ সময় বিএনপির নাশকতার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের মনোনীত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে- তাদের আপিল করার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা চাইলে আপিল করতে পারবেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না।’