বাংলাদেশের সংসদ নির্বাচন

কেন্দ্র কেন্দ্র ঘুরছেন বিদেশি পর্যবেক্ষকরা, 'ভোটার কম হলেও পরিবেশ ভালো

ডেস্ক রিপোর্ট
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে একাধিক ভোট কেন্দ্রে দেখা যায় বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি। কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন।
নির্বাচনে ভোটের পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মার্টিন ডে বলেন, এখনো ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আশা করছি এ সংখ্যা বাড়বে। এখনই কোনো মন্তব্য করছি না। পর্যবেক্ষণ করছি।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পরপরই সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীন, মরিশাস ও উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০০ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন বিভিন্ন দেশ কিংবা সংস্থার পর্যবেক্ষক। ৭৩ জন অনুমতি নিয়েছেন সংবাদকর্মী হিসাবে।
এবার নির্বাচনে একটি বড় সংখ্যক স্থানীয় পর্যবেক্ষণও রয়েছেন। দেশের ২৩ হাজার পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।