কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে

এবি পার্টি
ডেস্ক রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৮

দীর্ঘ আলোচনা ও যুক্তি-তর্কের পর সকলের ঐকমত্যে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এবি পার্টি।
শনিবার দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের (এনইসি) বিশেষ সভায় এই উদ্বেগ প্রকাশ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন নিয়ে আলোচনা করতে এদিন সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে সেই ঐক্য ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—যা জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত। এ অবস্থায় প্রধান উপদেষ্টার পদক্ষেপ এখনো অস্পষ্ট। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্য রক্ষা ও রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মঞ্জু বলেন, জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠার পর এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভেদ হওয়া দুঃখজনক। নির্বাচনের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত এবং সেই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি সম্ভাব্য জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে এবি পার্টির অবস্থান স্পষ্ট। তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো পদক্ষেপই যেন ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত না করে।
সভায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, এডভোকেট গোলাম ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া এবং জাতীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।