সিলেট সংবাদদাতা
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দশ জাতীয় নির্বাচনের আগে একটি গোষ্ঠী নানাভাবে অপপ্রচারে লিপ্ত ছিল। দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু আপনারা দেখেছেন ৭ জানুয়ারির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন ইসরাইল ফিলিস্তিনর যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ আমদানির বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। রমজানের আগে সেটা চালু হবে বলে কথা দিয়েছেন।
এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে দিরাই উপজেলার নগদিপুর গ্রামে পৌঁছান সালমান ফজলুর রহমান। পরে যুক্তরাজ্য প্রবাসী শিল্প উদ্যোক্তা জিল্লুল হোসেনের আয়োজনে তাঁকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, বৃটিশ এমপি পল স্টুয়ার্ট স্কালি, বীরেন্দ্র কুমার শর্মা, নিল অ্যালন জন কোয়েল, এন্ড্রু হাওয়ার্ড ওয়েস্টম, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।