
ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধসে পরে দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, জানামতে এখন পর্যন্ত এক শিশুসহ কমপক্ষে সাতজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জিএম কাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি রাষ্টীয়ভাবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের দ্রুত যথাযথ চিকিৎসা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।