সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হারুন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মির্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া রফিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামবাসী বাংলাবাজার এলাকার জলমহাল দখলে গেলে রফিনগর গ্রামের লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সি বলেন, দিরাইয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।