জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আসছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর মাত্র এক সপ্তাহ বাকী থাকলেও প্রধান উপদেষ্টার সফরসূচি সম্পর্কে এখনো কিছু জানে না নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সেলর ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত ফাহমিদ ফারহানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টার চূড়ান্ত সফরসূচি এখনো মিশনের কাছে পৌঁছেনি। বলতে গেলে মিশনের কাছে কোনো তথ্যই নেই। সফরসূচি হাতে পাওয়ার পর তারা মিডিয়াকে অবহিত করতে পারবেন। তিনি জানান, ঢাকায় প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফরসূচি চূড়ান্ত করবেন। এটি হাতে পাওয়ার পর তারা সফরসূচির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে নিউইয়র্ক কনস্যুলেটের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক কিছু নির্দেশনা পেয়েছেন। সেই নির্দেশনায় কিছু পরিবর্তনও হয়েছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টা আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে অবতরণ করবেন। ২৭ সেপ্টেম্বর দিনের মধ্যভাগে তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ওইদিনই প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা ছিল। কিন্তু অনিবার্য কারণে সংবর্ধনা বাতিল হয়েছে বলে ঢাকা থেকে কনুস্যলেটকে জানানো হয়েছে।