প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন দুইজন সাংবাদিক। তাদের এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডেইলি স্টার পত্রিকার সাব এডিটর/রিপোর্টার সুচিস্মিতা তিথি ও ভিজুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলীকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর গ্রেড-৯ ভুক্ত ২২,০০০-৫৩০৬০/- স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩০৬০/- টাকা নির্ধারিত বেতনে তারা এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।