বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলি করে আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় নির্দেশদাতা হিসেবে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এজাহারনামীয় ৬নং আসামি করা হয়েছে।
গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহতের মা মোসা. আলেয়া বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- শেখ রেহানা, সাবেক সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, মোহাম্মদ হাবিব হাসান, সাবেক কাউন্সিলর আফসার উদ্দিন খান, মোহাম্মদ শরিফুর রহমান ও আনিছুর রহমান নাইম।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আলমগীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। গত ৬ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ীতে তার দাফন সম্পন্ন হয়।