স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, কিছু দুষ্ট লোক সব জায়গায় থাকে। তারা চেষ্টা করে অপকর্ম ঘটাতে। আমরা সবাই যদি একত্র হই তাহলে তারা কিছুই করতে পারবে না।
শনিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা লেন, এ দেশে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকছি।
তিনি বলেন, যখন ছোট ছিলাম বন্ধুরা মিলে পূজা দেখতে যেতাম। আমরা তাদের পূজায় যেতাম, তারাও ঈদে আমাদের বাড়ি বেড়াতে আসতো। এগুলো আমাদের দেশে সবসময় হয়ে আসছে।