পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্ভবত দিল্লিতেই আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানকে চাইলে তিনি বলেন, আমি যতটুকু আন-অফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন।
আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যতটুকু জানেন আমি ততটুকুই জানি। অনেক ক্ষেত্রে হয়তো আপনারা একটু বেশিই জানেন। যে ৪৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের অবস্থান নিশ্চিত করা হবে।