বিশ্বব্যাংকের বড় আর্থিক সহায়তার প্রস্তাব

কুদরাত-ই-খোদা
  ২১ অক্টোবর ২০২৪, ১২:২৩

বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনুস সরকারকে বিভিন্ন সংস্কার সহ বাজেট সহায়তায় সহজ শর্তে ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের ঋণ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটি।  বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে সহজ শর্তে এই ঋণ চুক্তিটি, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখে সম্পূর্ণ হবে বলে জানা গেছে। সরকারের ঊর্ধতন সূত্র জানায়, বাংলাদেশের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, বাংলাদেশের ব্যাংকের গভর্নর ড. হাসান এইচ মনসুর, অর্থ সচিব ড. খাইরুজ্জামান মজুমদার, ই আর ডি সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের  একজন প্রতিনিধি। সরকারি দ্বায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ৪০০ মিলিয়ন ডলার চাইবে। পাশাপাশি ১ বিলিয়ন অতিরিক্ত সহায়তা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, দুই পক্ষের মধ্যে ঋণ প্রস্তাবে সমঝোতা হলেই বাংলাদেশকে অতি দ্রুত বিশ্বব্যাংক এই আর্থিক সহায়তা দিবে। জানা গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিশ্বব্যাংক এই আর্থিক সহায়তার প্রস্তাব দেয়।