এরা সমগ্র জাতিকে কলঙ্কিত করলেন

ড. সেলিম মাহমুদ
  ১৫ জুলাই ২০২৪, ১৩:৩৭

মধ্যরাতে কোটা বিরোধী আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন হল থেকে বের হয়ে নিজেদের 'রাজাকার রাজাকার' বলে স্লোগান দিতে থাকে। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং যে বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয়েছিল, মুক্তিকামী মানুষ তখন সমস্ত আবেগ দিয়ে স্লোগান দিয়েছিল 'তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি', স্বাধীনতার ৫৩ বছর পর সেই পবিত্র বিশ্ববিদ্যালয় অঙ্গনে আজ ছাত্র-ছাত্রীরা "তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার" এই শ্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেছে। ‌ স্বাধীন বাংলাদেশে এরকম পরিস্থিতি দেখব সেটি কোনদিন কল্পনাও করতে পারি নি। ভিডিও ক্লিপ কয়েকবার দেখার পরও এখনও আমি সেটি বিশ্বাস করতে পারছি না।
এরকম ঘৃণ্যতম, দেশ বিরোধী ঘটনা দেখব সেটি কোনদিন দুঃস্বপ্নেও ভাবিনি। নিজেদের 'রাজাকার' বলে পরিচয় দিতে এসব ছেলে-মেয়েদের একবারও লজ্জা হলো না? কলঙ্কিত হওয়ার ভয়ে একবারও তাদের বুক কাপলো না?  এ কোন বাংলাদেশ দেখছি আমরা? স্বাধীনতার শত্রু রাজাকাররা যে বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ২৫ সে মার্চ গণহত্যা করেছে,  যে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, ছাত্র শিক্ষক কর্মচারীদের লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে, ছাত্রী হলে ঢুকে ছাত্রীদের ধর্ষণ ও হত্যা করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়! ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন অধ্যাপক হিসেবে আজ আমি এটি কোনভাবেই বিশ্বাস করতে পারছি না, কোনভাবেই এটি মেনে নিতে পারছি না। নিশ্চিত করে বলতে পারি, এই ঘটনায় আমার মতো লক্ষ কোটি মানুষের আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 
রাষ্ট্রের উপর এই ভয়ঙ্কর আঘাত কোনভাবেই মেনে নেয়া যায় না। কারণ এই বাংলাদেশের জন্য ৩০ লক্ষ মানুষ নিজের জীবন উৎসর্গ করেছিল। ২ লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছিল এই বাংলাদেশের জন্য। ‌জাতির পিতা বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতা এই দেশের জন্যই জীবন দিয়েছিলেন। (ইত্তেফাক থেকে সংগৃহীত)
লেখক: সংসদ সদস্য এবং তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ