নিউইয়র্কে প্রক্রিয়জাত টার্কিসহ খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৭

থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে নিউইয়র্কে ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস এর উদ্যোগে পাঁচ হাজার মানুষকে প্রক্রিয়জাত টার্কিসহ বিভিন্ন খাবার দেয়া হয়েছে। রোববার নিউইয়র্ক সিটির হানড্রেড সেভেনটি ফাইভ এন্ড নিকোলাস এভিনিউতে থ্যাংকস ডে গিভিং ডে এর সকাল থেকে বিকাল পর্যন্ত এই খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা বলছে, হাংগার প্রিভেনটেশন এন্ড চাইল্ড প্রোটেকশন কর্মসূচীকে এগিয়ে নিতে বিভিন্ন বেসরকারী কোম্পানী এই উদ্যোগে সহায়তা করেছে। ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস নামের অলঅভজনক সংগঠনটি প্রতিবছরই এমন উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। ভবিষ্যতেও তাদেও এমন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস এর বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা।