সিএম কয়েস সামীকে সংবর্ধনা দিল জালালাবাদ এসোসিয়েশন

ডেস্ক রিপোর্ট
  ১০ মে ২০২৫, ১২:৫৯

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে সমাজসেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার সিএম কয়েস সামীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১ মে সন্ধ্যায় নিউইয়র্কের জয়া হলে এ সংবর্ধনা দেওয়া হয়। কয়েস আলী জালালাবাদ এসোসিয়েশন ঢাকার বর্তমান সভাপতি।
জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি বদরুল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটি সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বোর্ড অফ ট্রাস্টির সদস্য ছদরুন নূর, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটি সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রাহিম চুনই, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন বাংলদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), সহ সভাপতি শামীম আহমেদ (সুনামগঞ্জ), মো. শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ) ও মো. জাবেদ উদ্দিন (মৌলভীবাজার), কোষাধ্যক্ষ মো. আলীম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, দেলোয়ার হোসেন মানিক।
অনুষ্ঠানে বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, এডভোকেটেড নাসির উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটি সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, কুইন্স বাংলাদেশ সোসাইটি সভাপতি শামস উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুল মছব্বির, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মুর্তুজা, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ ও উপদেষ্টা এমদাদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, জালালাবাদ এসোসিয়েশনের অব আমেরিকার সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, সাবেক ফুটবলার হেলাল উদ্দিন চৌধুরী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএর জাবেদ আহমদ।
বক্তারা কয়েস সামীকে একজন জনদরদী নেতা হিসেবে আখ্যায়িত করেন। একই সাথে তিনি ও তাঁর পরিবারের মানব সেবায় নানা অবদানের কথা তুলে ধরেন। বক্তারা দেশ ও প্রবাসের বৃহত্তর সিলেটবাসীর নানা দাবি দাওয়া বিষয়ে তাঁকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা সরকারের কাছে সিলেটের উন্নয়নে পূর্বের নেয়া নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং আগামীতে বৃহত্তর সিলেটকে আরো সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা হাতে নেয়ার জোর দাবি জানান।
কয়েস সামী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সব প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার জন্য আহ্বান জানান।

কয়েস সামী বলেন, ‘দাবি আদায়ের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে একতা। আমরা সম্মিলিতভাবে কোন কিছু চাইলে যে কারো কাছ থেকে তা আদায় করা যায়। বৃহত্তর সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা নানা পদক্ষেপ হাতে নিচ্ছে। প্রবাসীরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলে আমরা বৃহত্তর সিলেটের সব ধরনের দাবি দাওয়া পূরণ করতে পারব বলে বিশ্বাস করি।’