নিউইয়র্ক সিটিতে ধূমকেতু ফাউন্ডেশনের পথচলা শুরু

ডেস্ক রিপোর্ট
  ১৩ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পিয়াস ও বাংলাদেশি-সুইডিশ খন্দকার মাসুদুর রহমান চুন্নুর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মানবাধিকার ও দাতব্য প্রতিষ্ঠান ‘ধুমকেতু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি যাত্রার শুরুতেই বেশ কিছু সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে। যা ইতিমধ্যেই ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকায়  আলোড়ন সৃষ্টি করেছে। 
রমজানে প্রতি কেজি ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি: পবিত্র রমজানে গত ২১ মার্চ দোহার থানার আউলিয়াবাদ গ্রামে ধূমকেতু ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ২টি দেশি গরু জবাই করা হয়। পরবর্তীতে গরুর মাংস ধূমকেতুর ৪০০ সদস্যের পরিবারকে মাত্র ৫০০ টাকা কেজি দরে সরবরাহ করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় মানুষের ঢল নামে। অসংখ্য মানুষ এসে ধূমকেতু ফাউন্ডেশনের সদস্য পদ গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করে। যদিও প্রাথমিক পর্যায়ে ধূমকেতু কর্তৃপক্ষ শুধুমাত্র কুসুমহাটি ইউনিয়নভূক্ত ৯ নং ওয়ার্ডের মধ্য থেকে সদস্য গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। 
ধূমকেতু ফাউন্ডেশন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্ভোধন: গরু জবাইয়ের পরদিন ২২ মার্চ আউলিয়াবাদ গ্রামে ধূমকেতু সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশে প্রধান কার্যালয় উদ্ভোধন করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ফিতা কেটে ধূমকেতু কার্যালয় 
উদ্বোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে হাশেম বেপারী, দেওয়ান আব্দল হাই, বনি আমিন, খন্দকার তারিকুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান টিটু, বাদশাহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ধূমকেতু সদস্যদের জন্য ঈদের উপহার: ঈদের তিন দিন আগে ২৯ মার্চ ধূমকেতু ফাউন্ডেশনের উদ্যোগে ধূমকেতুর ৫০০ সদস্যদের মাঝে ২০% ছাড়ে মাত্র ৫০০ টাকার প্যাকেজে গ্রোসারী পণ্য সরবরাহ করা হয়। সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে প্রায় ৮০০ টাকা মূল্যের গ্রোসারী পণ্য মাত্র ৫০০ টাকায় সরবরাহ করা হয়।  
ধূমকেতুর প্রতিষ্ঠাতা সদস্য তৌফিকুল ইসলাম পিয়াস ও খন্দকার মাসুদুর রহমান চুন্নু এক যৌথ বিবৃতিতে জানান, আগামীতেও ধূমকেতুর কার্যক্রম অব্যহত থাকবে। ধূমকেতু প্রতি মাসে অন্ততপক্ষে একটি সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করতে চেষ্টা করবে।   
তারা আরও জানান, অদূর ভবিষ্যতে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূলে চিকিৎসা সেবা, মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা এবং শিক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। 
'ধূমকেতু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। নিউইয়র্ক সিটিতে নিবন্ধিত এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় নিউইয়র্কের কুইন্সে।