বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। প্যারেডে সিটি মেয়র এরিক অ্যাডাম আর অর্ধ ডজনাধিক জনপ্রতিনিধি সহ হাজারো প্রবাসী বাংলাদেশী অংশ নেন। ফলে জ্যাকসন হাইটস হয়ে উঠেএক খন্ড বাংলাদেশ। বাংলাদেশ সোসাইটি রোববার (১৩ এপ্রিল) এই প্যারেডের আয়োজন করে। সহযোগিতায় ছিলো হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস।
সোমবার বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটিতে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। আর তাই নতুন বছর বরণের আমেজে রোববার দুপুরে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। হাতে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, মুখে মুখে দেশের গান, ঢাকা-ডোলের বাজনা আর বাঙালী শিল্প-সংস্কৃতির প্রতিকৃতি ধারণ করে পুরো বাংলাদেশকেই তুলে ধরা হয় বর্ণাঢ্য প্যারেডে। বাংলাদেশ সোসাইটি আয়োজিত প্যারেডের সহযোগিতায় ছিলো হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস।
প্যারেডে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ষ্টেট সিনেটর জন সি ল্যু, অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী, অ্যাসেম্বীওম্যান জেনিফার রাজকুমার, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন সহ আরো অনেক জনপ্রতিনিধি। প্যারেডে সর্বস্তরের হাজারো প্রবাসী বাংলাদেশী অংশ নেন। ফলে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস হয়ে উঠে এক খন্ড বাংলাদেশ।
প্যারেডে মেয়র এরিক অ্যাডাম সহ অতিথি বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। প্যারেড শুরুর প্রক্কালে চীফ মার্শাল লায়ন শাহ নেওয়াজ, প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ সহ অন্যান্য মার্শাল ও অতিথিদের ব্যাজ পড়িয়ে দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ও প্যারেড কমিটির চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, সোসাইটির সাধারণ সম্পাদক ও প্যারেড কমিটির কনভেনর মোহাম্মদ আলী এবং হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস-এর প্রেসিডেন্ট ও প্যারেড কমিটির সদস্য সচিব ফাহাদ সোলায়মান।
বাংলাদেশের বিশালাকার জাতীয় পতাকা সামনে নিয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের চৌকশ বাদ্যযন্ত্রের তালে তালে প্যারেডটি শুরু হয়। মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশের পতাকা নিয়ে প্যারেডের নেতৃত্ব দেন। এরপর সিটির বিভিন্ন বিভাগে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের বিভিন্ন সংগঠন সহ অর্ধ শতাধিক বাংলাদেশী সামাজিক সংগঠনের ব্যানারে একে একে হাজার হাজার
বাংলাদেশী ও আমেরিকানরা প্যারেডে অংশ নেন। এতে ৬৫টি সামাজিক সংগঠনের ব্যানারে প্রবাসী বাংলাদেশী অংশ নেন বলে মোহাম্মদ আলী জানান। এছাড়াও বাংলাদেশের চিত্র নায়ক জায়েদ খান সহ দেশের শিল্পী ও সাংস্কৃতিক জগতের একাধিক তারকা প্যারেডে অংশ নেন।
প্যারেডটি জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৬৯ স্ট্রীট সংলগ্ন পার্কিং লট থেকে শুরু করে ৩৭ এভিনিউ ধরে এগিয়ে গিয়ে ৮৭ স্ট্রীটে গিয়ে শেষ হয়। এরপর দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে প্যারেডের সমাপ্তি ঘটে।