যুক্তরাষ্ট্রে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেলেন দীলিপ নাথ

ডেস্ক রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখায় ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ পেয়েছেন ডেমোক্র্যাট নেতা বাংলাদেশি-আমেরিকান দীলিপ নাথ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে একটি মিলনায়তনে তার হাতে এ সম্মাননা তুলে দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে এ সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রেস মেং বলেন, ‘অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে দীলিপ নাথের পরামর্শ কংগ্রেসকে অভিভূত করেছে। উদীয়মান একটি কমিউনিটির সদস্য হিসেবে দীলিপ নাথ এখন বহুজাতিক সমাজের মুখপাত্রে পরিণত হয়েছেন।’
সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান এডওয়ার্ড ব্রাউন্সটিন ও সাবেক কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রোউলি।
দীপক দাস ও রোকেয়া আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাভার চেয়ারপারসন শুক্লা, নির্বাহী পরিচালক তাইয়্যেবা আহমেদ, কলম্বিয়া ভার্সিটির শিক্ষক দ্বীজেন ভট্টাচার্য, ‘ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ’র চেয়ারম্যান প্রভাত দাস, সেক্রেটারি রামদাস ঘরামি ও প্রেসিডেন্ট ভজন সরকার।