মিশিগানে চলছে বাঙালির ইতিহাস,ঐতিহ্য, চিত্র, শিল্পকলার প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের জুসেফ ক্যাম্পু অ্যাভিনিউয়ের ঐতিহ্যবাহী 'হ্যামট্রাম্যাক হিস্ট্রিক্যাল মিউজিয়াম' এ গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, চিত্র, শিল্পকলার এক প্রদর্শনী। এতে রয়েছে কারুশিল্প, রিকশা পেইন্ট, বাঁশ ও বেতের কাজ, ধাতু, কাপড়ের কাজ, নকশীকাঁথা, ৫২'র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, পটচিত্রসহ বিভিন্ন কাজের সমাহার। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, এ যেন হলের ভিতর ছোট্ট এক বাংলাদেশ। সেখানে রয়েছে, শিশুদের আঁকা বাংলাদেশের শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের পতাকা, প্রকৃতি। রয়েছে মক্কা শরীফ, দেবী দুর্গা, বুদ্ধ, জিসাসের ছবি। আরো রয়েছে নকশীকাথা, হাতপাখা, জামদানী শাড়ী, জামা, ক্রিকেট ব্যাট, লুডু, টুপি, চুড়ি, কড়ি, বাংলা নববর্ষের কার্ড, আলপনাসহ নানান খুটিনাটি কাজ। বাংলা বর্ণমালা ও সিলেটী নাগরি বর্ণমালার সংক্ষিপ্ত ইতিহাস। আন্তজার্তিক মাতৃভাষা দিবসের ইতিহাস। বাংলা ও ইংরেজীতে প্রতিটি জিনিষের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গতকাল রোববার ১ ডিসেম্বর ছিল বিজয়ের মাসের প্রথম দিন তাছাড়া ছিল ছুটির দিন, তাই মিশিগান প্রবাসী অনেক বাঙালি ছাড়াও স্থানীয় অধিবাসীরা এ প্রদর্শনী দেখতে এসেছিলেন। সেখানে কথা হয় 'অরেঞ্জ আড্ডার' পরিচালক বিজিত ধর মনির সাথে, তিনি জানান, প্রদর্শনীস্থল থেকে মাত্র এক মাইল দূরে তিনি বাস করেন কিন্তু জানেন না এত সুন্দর একটা প্রদর্শনী এখানে চলছে, তাকে বেশ উৎফুল্ল মনে হল, তিনি বলেন, এটা একটা ব্যতিক্রমী কাজ, যারা এ কাজটি করেছেন তাদেরে তিনি ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিগত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এ প্রদর্শনী। উদ্যাক্তাদের একজন প্রদর্শনী কমিটির সদস্য নৃতত্ত্ববিদ রুমানা রহমান এই প্রতিবেদকের সাথে টেলিফোনে আলাপকালে জানান, এই প্রদর্শনীর মাধ্যমে বাঙালির গল্পগুলো অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠির মাঝে ছড়িয়ে দিয়ে তাদের সাথে একটা সেতুবন্ধনের কাজ করা। আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের একটা ধারণা দেয়া তাছাড়া আমেরিকার সমাজ ও অর্থনীতিতে বাঙালিদের যে অবদান তার গল্পগুলো বলা। প্রবীণ ও নবীনের মাঝে যোগাযোগের মাধ্যমে অতীতের সাথে বর্তমানের, এক প্রজন্মের গল্প অন্য প্রজন্মতে ছড়িয়ে দিতে সাহায্য করা। এ প্রদর্শনী গত ২ নভেম্বর ২০২৪ এ  উদ্বোধন করা হয়েছে এবং আগামী ১১মে ২০২৫ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ হ্যামট্রাম্যাক হিস্ট্রিক্যাল মিউজিয়ামের সময়সূচি অনুযায়ী বিনা মূল্যে তা দেখার সুযোগ পাবেন। ঠিকানা হচ্ছে,  ৯৫২৫ জুসেফ ক্যাম্পু অ্যাভিনিউ, হ্যামট্রাম্যাক, মিশিগান, ৪৮২১২। রুমানা রহমান আরো জানান, গত কয়েক মাস যাবত তিনি এবং বাংলাদেশি আমেরিকান ফাইবার শিল্পী ফাতেমা হকসহ বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অনেকের অক্লান্ত সাহায্য সহযোগিতায় এ আয়োজন পূর্ণতা পাচ্ছে। হ্যামট্রাম্যাক হিস্ট্রিক্যাল মিউজিয়াম এ শুধু বাংলাদেশের নয় বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি তুলে ধরা হয়েছে।