ঢাকা জেলা ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক

ডেস্ক রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক্’র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সন্ধ্যায়। নিউইয়র্কের লাগুর্ডিয়া প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিশিষ্টজনেরাও। ছোট বড় সব বয়সী মানুষের স্বরব উপস্থিতি অনুষ্ঠানস্থলে এক উৎসবের আমেজ বিরাজ করে।

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক্’র সভাপতি দুলাল বেহেদু’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুলধারার রাজনীতিবিদ, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন,নাহার নিম্মি এবং আব্দুল আজিজ।
অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীতের পর নব নির্বাচিত কমিটির সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় প্রধান অতিথি গিয়াস আহমেদ বলেন, ঢাকা একটি ঐতিহ্যবাহী জেলা। জেলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরা এবং জেলার মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে নতুন এই পর্ষদ এটাই আমার প্রত্যাশা।
 নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এটর্নী মঈন চৌধুরী বলেন, এত মানুষের অংশগ্রহণ সত্যিই আমাকে আপ্লুত করেছে। আপনাদের এই শুভ দিনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।
সংগঠনের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু,ডা. এনামুল হক, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম,কমিউনিট বোর্ড মেম্বার আহসান হাবিব,যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ, অনুষ্ঠানের আহবায়ক মো: খায়রুল আলম, প্রধান পৃষ্ঠপোষক বিএইচ সাইফুর, প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম কচি, শাহীনুর রহমান বিপ্লবসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সমাপনী বক্তৃতায় ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক্’র সভাপতি দুলাল বেহেদু শত ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুলাল বেহেদু ঢাকাবাসীর জন্য একশটি কবরস্থানের ব্যবস্থা করা, ঢাকা জেলাবাসীর বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি ইফতার মাহফিল করে অর্থ সাশ্রয় করে তা দেশের দুস্থ মানুষের জন্য পাঠানোর ব্যবস্থা করা,কমিটি গঠনে একটি নিয়ম ধরে রেখে সবাইকে মূল্যায়ন করাসহ নিজ জেলার কৃষ্টি কালচারকে প্রবাসে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই বেশ কয়েকটি নৃত্য দর্শকদের প্রশংসা কূড়ায়। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, নাজু আকন্দ, বিপ্লবসহ সংগঠনের কয়েকজন কর্মকর্তা। গোটা সাংস্কৃতিক অনুষ্ঠান নেচে গেয়ে উপভোগ করেন দর্শক-শ্রোতা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দুলাল বেহেদু’র কন্যার কবিতাটিও দর্শক-শ্রোতা সাদরে গ্রহণ করেন এবং করতালি দিয়ে উৎসাহিত করেন।
সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।