নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজের বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ) ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজিত করেছে। উডসাইডরে কুইন্স প্যালেস গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
মূলত বাংলাদেশী সংস্কৃতির সাথে পরিচিতি হওয়া এবং বাংলাদেশী ও বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন বলে সংশ্লিস্টরা জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায়, দলবল নিয়ে মানুষ আনন্দের সাথে সাথে হেঁটে আসছেন। মাথার উপরে লাল ওড়না ধরে রেখেছে কয়েকজন। তার নিচে বধু সেজে হেটে আসছে এক তরুণী, তার সাথে বর সাজে আছে এক তরুন। স্টেজে এসে বসার পরপরই শুরু হয় ‘বর এবং কনে’ পক্ষের আনন্দ প্রতিযোগিতা। এমনভাবেই বাংলাদেশের বিয়ের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেন নিউইয়র্কের কুইন্স কলেজ এন্ড কুইন্স কমিউনিটি বরো কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরো ছিলো শুভেচ্ছা বক্তব্য, একক ও যৌথ সঙ্গীত, নৃত্য প্রভৃতি। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি মনমুগ্ধ হয়ে উপভোগ করেন।
অনুষ্ঠানে বিএসএ’র উপদেষ্টা সৈয়দ আল-আমিন রাসেল বলেন, এমন উদ্যোগ শুধুমাত্র বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের একত্রিত করণ নয়, বরং তারা এর মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি, কালচার সম্পর্কে নতুন প্রজন্ম সরাসরি ধারণা পাবে যা আমাদের দেশীয় সংস্কৃতি বিলুপ্তের পথ থেকে রক্ষা পাবে।