জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং

ডেস্ক রিপোর্ট
  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের পার্টনার রনজীত দেব, গোপাল সাহা, সমীক রঞ্জন, ফারজানা আলম, সামসুন্নাহার রিমিসহ অন্যান্য ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের বুকে বাঙালী মালিকানাধীন সানাই রেস্টুরেন্ট খাবারে বাঙালীয়ানা স্বাদ দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে। বেশ কয়েক পদের ভর্তা আইটেম নতুন এ রেস্তোরার খাবারে বিশেষত্ব নিয়ে আসবে বলে অভিমত প্রকাশ করে আগত অতিথিরা।
সানাই রেস্টুরেন্টের অন্যতম পরিচালক রনজিত দেব বলেন, আমাদের রেস্টুরেন্টে ১৪ পদের ভর্তা নিয়মিত পাওয়া যাবে। এছাড়াও সব ধরনের দেশীয় মাছ আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করব। আর আমাদের রেস্টুরেন্টের সবগুলো খাবার সম্পূর্ণ হালাল ভাবে প্রসেস করা হবে। রেস্টুরেন্টের পাশাপাশি বেজমেন্টে ২শ মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন এবং রেষ্টুরেন্টের দ্বিতীয় তলায় ৮০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন পার্টি হল রয়েছে। যে কোন পার্টি, বিয়ের অনুষ্ঠান, সভা-সমিতির প্রোগ্রামসহ যে কোন আয়োজনে পার্টিহল ভাড়া দেওয়া হবে।