নিউজার্সীতে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের পিঠা উৎসব

ডেস্ক রিপোর্ট
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩

বর্ণাঢ্য আয়োজনে আর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির বার্ষিক পিঠা উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান। এতে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসেন মৌলভীবাজার জেলাবাসীসহ নিউজার্সি কমিউনিটির সদস্যরা।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন সেলিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত, বক্তব্য রাখেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়া, এসোসিয়েশনের বোর্ড অব ট্রাষ্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী, সেলিম চৌধুরী, উপদেষ্টা সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, প্রস্পেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান, প্যাটারসন সিটির কাউন্সিল এট লারজ ফরিদ উদ্দিন, সিটির কাউন্সিলম্যান শাহিন খালিক, সিটির সাবেক কাউন্সিলম্যান মোঃ আখতারুজ্জামান ফয়সল, কমিউনিটি এক্টিবিষ্ট আহাইয়া খান।
এ সময় আরো মঞ্চে ছিলেন এসোসিয়েশনের বোর্ড অব ট্রাষ্টির সদস্য আবু সুফিয়ান তালুকদার মাহমুদ, শহীদুল ইসলাম, উপদেষ্ঠা সদস্য সৈয়দ শওকত আলী, কামদান তরপদার, লুকমান তরপদার মওলা, মাহবুবুর রহমান বুলবুল, আব্দুল আউয়াল শিপার, শাহাজন আহমেদ, নাজমুল আলম, জালাল উদ্দিন, মইনুল ইসলাম, এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ খালিদ আলী, আব্দুল হান্নান, মোঃ মাশুদ, মিটু মিয়া, মোঃ আলম, সহ সাধারণ সম্পাদক মাছুম চৌধুরী, ক্ষোাধ্যক্ষ আশফাক তরপদার সুমন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান বুলবুল, প্রচার সম্পাদক আবুল খায়ের জুয়েল, সাহিত্য সম্পাদক জাকারিয়া খান, সমাজকল্যান সম্পাদক মোঃ হক সুহেল, ক্রীড়া সম্পাদক ক্রুভেল কুরুরী, মহিলা সম্পাদিকা সেলিনারা বেগম, সদস্য সুমি ভুইয়ান, মহসিন আহমেদ, মহিউদ্দিন আদিল, তুহেলুর রহমান, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, দেলওয়ার রহমান। এছাড়াও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রস্পেক্ট পার্ক সিটির কাইন্সিলম্যান নিয়াজ নাদিম, সাংবাদিক এনাম চৌধুরী, আজমল আলী, দেওয়ান বজলু, সেলিম আহমেদ, আনোয়ার চৌধুরী পারেক, রেজাউল করিম, লুকমান হোসেন, সাংবাদিক বাবু বিশ্বজিৎ দে, এড মুক্তাদির, আব্দুল মালিক চুন্নু, জুবের আহমেদ মতিন, দর্পণ দেব, সৈয়দ খুবায়েব আলী, মোঃ রব্বানী, প্রমুখ ।
পিঠা উৎসবে বিজিয়ীদের মধ্যে ১ম হয়েছেন আমিরা খান, ২য় পপি বেগম, ৩য় জারিন হক, ৪র্থ তাহমিনা মনি,এবং ৫ম হয়েছেন মিনা বেগম। তাছাড়া যারা পিঠা নিয়ে এসেছিলেন তাদের সকলকে বিশেষ পুরষ্কার দেয়া হয়, জাজমেন্টের দায়িত্ব পালন করেন। দেওয়ান বজলু, হেপী চৌধুরী, নিপন চৌধুরী, আব্দুস সালাম এবং গ্লোাম রব্বানী। -- প্রেস বিজ্ঞপ্তি