বোস্টনে শ্রীকান্ত-শুভমিতার সঙ্গীতানুষ্ঠান

নিউ ইয়র্ক সংবাদাদাতা
  ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৩৩

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য্য ও শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতানুষ্ঠান। শনিবার অঙ্গরাজ্যটির বোস্টনে লিটলটন হাই স্কুলের মিলনায়তনে নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের (নিবাফ) আয়োজনে এ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৪ সালে নিবাফের অনুষ্ঠানে গান গেয়ে গেয়েছিলেন শ্রীকান্ত আচার্য্য। এবারের নিবাফের সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে ইতোমধ্যে বোস্টনে এসে পৌঁছেছেন শ্রীকান্ত ও শুভমিতা। শ্রীকান্তের সঙ্গে রয়েছেন তার স্ত্রিসহ আরও ৫ জনের যন্ত্রসঙ্গীত দল। গত ১০ অক্টোবর নিবাফের চেয়ারপারসন নাহিদ সিতারার জন্মদিন উপলক্ষে স্থানীয় পাঞ্জাবি গ্রিল রেস্টুরেন্টের অনুষ্ঠানে দলসহ অংশ নেন শ্রীকান্ত আচার্য্য। 
নিবাফ আয়োজিত এই সঙ্গীতানুষ্ঠানের টিকেট মূল্য ধরা হয়েছে ৫০ ও ১০০ ডলার। দীর্ঘ ১৪ বছর পর বোস্টনে অনুষ্ঠিতব্য এই সঙ্গীতানুষ্ঠানে আসার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন নিবাফ কর্মকর্তারা।