আটলান্টিক সিটিতে বিএএসজে সভাপতির ‘ইফতার মাহফিল’

ডেস্ক রিপোর্ট
  ১৮ মার্চ ২০২৫, ২১:৫৪

পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।
গত রোববার (১৬ মার্চ )  সন্ধ্যায় আটলান্টিক এভিনিউতে অবস্থিত ‘মসজিদ আল হেরা’য় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন ।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
ধর্মীয় আমেজে এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মসজিদ আল হেরায় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলনমেলা বসেছিল।
মো. জহিরুল ইসলাম বাবুল ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।