নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত রবিবার (৩০ মার্চ) ব্রঙ্কসের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পার্কচেস্টারের শাহ জালাল জামে মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদ, পিআইবি জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, বিলাল জামে মসজিদ ও আফ্রিকান জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে পিএস ১০৬ স্কুল মাঠে বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়। নামাজে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া।
নামাজ শেষে দেশ, জাতি এবং মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। নামাজের পর মুসল্লিরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগাভাগি করেন।
ঈদের জামাত শেষে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশেষ ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবাসী মুসলমানরা তাদের পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উদযাপন করেন।
ঈদ উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে বিশেষ খাবারের আয়োজন করা হয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা দেশ ও স্বজনদের স্মরণ করে আবেগাপ্লুত হন।