স্বল্প আয়ের বাড়ির মালিকদের জন্য আর্থিক সহায়তা

ডেস্ক রিপোর্ট
  ০৩ এপ্রিল ২০২৫, ১৪:২৯

ডেট্রয়েটের পুরনো ও অনুপযুক্ত বসতবাড়িগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য স্বল্প আয়ের মালিকদের আর্থিক সহায়তা প্রদান করছে গিলবার্ট ফেমিলি ফাউন্ডেশন। ২০২২ সাল থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ডেট্রয়েট হোম রিপেয়ার ফান্ড । যা ইতোমধ্যে হাজারটি পরিবারের জন্য ২০ মিলিয়ন ডলারের সংস্কার কাজ সম্পন্ন করেছে।
২০২১ সালের এক জরিপ অনুযায়ী, ডেট্রয়েট শহরের প্রায় ৩৭ হাজার ৩৬০টি বসতবাড়ি বসবাসের অনুপযোগী। ৯৫ শতাংশ বাড়িই নির্মিত হয়েছে ৭০ বছরেরও বেশি সময় আগে। যার ফলে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং হিটিং সিস্টেমসহ নানান অবকাঠামোগত সমস্যা দেখা দিয়েছে।
মিশিগান কমিউনিটি ইনিশিয়েটিভ কাউন্সিলের সদস্য ডারনেল এডামস বলেন, ডেট্রয়েট শহরের বসতবাড়িগুলোর সম্পূর্ণ সংস্কারের জন্য প্রায় ২ বিলিয়ন ডলার প্রয়োজন। সহায়তা কার্যক্রম চালুর পর মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ২৫ হাজার ফোন কল আসে। যা এই সংকটের গভীরতা বোঝায়।
বর্তমানে ৪০০টিরও বেশি পরিবার আর্থিক সহায়তা পেয়ে নিজেদের ঘর মেরামত করতে পেরেছে। ৭৫ বছর বয়সী লরেন্স সুইট, যিনি নিজের বাড়ির ছাদ, বিদ্যুৎ ব্যবস্থা এবং বেসমেন্টের জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন, তিনি এই ফান্ডের সহায়তায় নিজের বাড়ি পুনরায় বাসযোগ্য করতে পেরেছেন। তিনি বলেন, এই সহায়তা না পেলে আমি আমার বাড়িতে আর থাকতে পারতাম না। কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
ডেট্রয়েট নগরীর মেয়র মাইক ডুগান জানিয়েছেন, এই সহায়তা কার্যক্রমের আওতা আরও বৃদ্ধি করা হবে। বসবাসের অনুপযুক্ত বাড়ির স্বল্প আয়কারী মালিকরা ডেট্রয়েট হাউজিং রিসোর্স হেল্পলাইনের (৮৬৬-৩১৩-২৫২০) মাধ্যমে আবেদন করতে পারবেন।